পার্বত্য মন্ত্রী অনুদানের টাকা সঠিকভাবে ব্যবহার করতে হবে,সরকার থেকে অনুদান পাওয়া টাকা অন্য খাতে ব্যবহার না করে অসুস্থ রোগীদের চিকিৎসায় সঠিকভাবে ব্যবহার করার আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি।
পার্বত্য মন্ত্রী অনুদানের টাকা সঠিকভাবে ব্যবহার করতে হবে
রোববার সকালে জেলার অরুন সারকী টাউন হলে বান্দরবান সমাজসেবা অধিদফতর ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন অনেকে চিকিৎসার জন্য পাওয়া অনুদানের টাকা ব্যক্তিগত, পারিবারিক ঋণ পরিশোধে ব্যবহার করেন। সেটা না করে অসুস্থ রোগীদের চিকিৎসার কাজে অনুদানের টাকা সঠিকভাবে ব্যবহার করার জন্য আহবান জানান।
মন্ত্রী বলেন, অসুস্থ, অসহায়, বিধবা, বয়স্ক ব্যক্তিদের জন্য পাশে কেউ না থাকলেও আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশে আছেন। সেজন্য আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি, ভিজিএফ, দুগ্ধভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছিল।
এসময় বান্দরবান সদর ও পৌর এলাকার ১৮জন, রোয়াংছড়ি ৩ জন, থানচি ৩ জন, রুমা ২ জন, নাইক্ষ্যংছড়ি ৪ জন এবং লামা উপজেলা ও লামা পৌরসভা ১০ জন ক্যানসার, কিডনি, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত মোট ৪০ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা।
এছাড়াও লামা, থানচি, রোয়াংছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোট ১৪৭টি পরিবারকে সাত হাজার টাকা করে মোট ১০ লাখ ২৯ হাজার টাকা দেওয়া হয়েছে।
মেধাবী, গরিব, অসহায় ও প্রতিবন্ধীসহ ২৮৪ জন শিক্ষার্থীদের মাঝে ৯ লাখ ৯৪ হাজার টাকা,গরিব দুস্থ ১৭২ জন রোগীদের চিকিৎসা সহায়তা হিসেব এককালীন অনুদানসহ সর্বমোট ৫২ লাখ ২৮ হাজার টাকা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আর্থিক অনুদান প্রদান করেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. এম.এম সারওয়ার, জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা, মোজাম্মেল হক বাহাদুর, পৌর মেয়র সৌরভ দাশ শেখর, জেলা জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য অমল কান্তি দাশ, সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মিরা প্রমুখ।
আরও পড়ুন:
1 thought on “পার্বত্য মন্ত্রী অনুদানের টাকা সঠিকভাবে ব্যবহার করতে হবে”