অস্ত্র মামলায় ২ যুবকের ১০ বছরের কারাদণ্ড বান্দরবানে

অস্ত্র মামলায় ২ যুবকের ১০ বছরের কারাদণ্ড বান্দরবানে,বান্দরবানে অস্ত্র মামলায় আমান উল্লাহ ও নুর আহম্মদ নামে দুই যুবকের ১০-বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

 

অস্ত্র মামলায় ২ যুবকের ১০ বছরের কারাদণ্ড বান্দরবানে

 

অস্ত্র মামলায় ২ যুবকের ১০ বছরের কারাদণ্ড বান্দরবানে

বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইঁয়া এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার সদর দক্ষিণ দিককুল এলাকার সামসুল হুদার ছেলে আমান উল্লাহ (৩৯) ও লাহুর পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে নুর আহম্মদ (৪০)।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৬ জুন নাইক্ষ্যংছড়ি থানার নাইক্ষ্যংছড়ি রামু সড়কের ছালেহ আহম্মদ ব্রিজের পূর্ব মাথায় রাস্তার ওপর এক রাউন্ড তাজা কার্তুজ ভরা একটি ৪১ ইঞ্চি লম্বা একনলা বন্দুক এবং একটি ১২ ইঞ্চি লম্বা একটি এলজি ও দুটি তাজা কার্তুজসহ আমান উল্লাহ ও নুর আহম্মদকে গ্রেফতার করে পুলিশ।

ওই দিন তৎকালীন দায়িত্বে থাকা নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার দায়ে একটি মামলা করেন। বিভিন্ন যুক্তিতর্ক ও সাক্ষ্য শেষে দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

 

অস্ত্র মামলায় ২ যুবকের ১০ বছরের কারাদণ্ড বান্দরবানে

 

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ইকবাল করিম বলেন, সাক্ষ্য প্রমাণে আনিত অস্ত্র মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আমান উল্লাহ ও নুর আহম্মদকে ১০-বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামিরা পলাতক থাকায় গ্রেফতার পরবর্তী সময় থেকে আদেশ কার্যকর হবে।

আরও পড়ুন:

কুকি চিনের গুলিবর্ষণে ২ সেনাসদস্য নিহত বান্দরবানে

2 thoughts on “অস্ত্র মামলায় ২ যুবকের ১০ বছরের কারাদণ্ড বান্দরবানে”

Leave a Comment