যুবকের মরদেহ উদ্ধার বান্দরবানে

যুবকের মরদেহ উদ্ধার বান্দরবানে,বান্দরবান সদর-উপজেলায় পাহাড় থেকে মেদো মারমা নামে (৩৪) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

যুবকের মরদেহ উদ্ধার বান্দরবানে

 

যুবকের মরদেহ উদ্ধার বান্দরবানে

বুধবার সকালে উপজেলার সুয়ালক-ইউনিয়নের গেসমনি পাড়া ও ম্রোলং পাড়ার মাঝামাঝি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মেদো মারমা রুমা উপজেলা সদর ইউনিয়নের পড়ুয়া পাড়া গ্রামের প্রুথোয়াই অং মারমার ছেলে। পেশায় তিনি ভাড়ায় মোটরসাইকেলচালক ছিলেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভাড়ায় বান্দরবান থেকে রুমা যাচ্ছিলেন মেদো মারমা। চৈক্ষ্যং ও বটতলী পাড়া মধ্যখানে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাইকচালক মেদো মারমা গুরুতর আহত হন।

ট্রাক চালক ও তার সহযোগীরা মোটরসাইকেলে থাকা নারী যাত্রীকে অন্য একটি মোটরসাইকেলে তুলে দিয়ে মেদো মারমাকে ট্রাকে নিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। সকালে গেসমনি পাড়া ও ম্রোলং পাড়ার মাঝামাঝি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ট্রাকটি চালাচ্ছিলেন শাকিল ও গাড়িটির মালিকের নাম জিয়া বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

যুবকের মরদেহ উদ্ধার বান্দরবানে

 

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন:

1 thought on “যুবকের মরদেহ উদ্ধার বান্দরবানে”

Leave a Comment