অর্ধগলিত মরদেহ উদ্ধার বান্দরবানে,বান্দরবানের রুমায় অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অর্ধগলিত মরদেহ উদ্ধার বান্দরবানে
শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হারমন পাড়ার পার্শ্ববর্তী রুনতং খুমিপাড়া এলাকার পাহাড়ের খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রোববার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বগালেক পাড়ার গির্জায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ইউনিফর্ম পরিহিত সশস্ত্র একদল সন্ত্রাসী প্রবেশ করে লালরাম বম, তার বাবা সাংলিয়াম বম, স্ত্রী নুজিং বমসহ পাঁচজনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তার বাবা ও স্ত্রীসহ চারজনকে গভীর রাতে ছেড়ে দিলেও লালরাম বমকে ছাড়েননি। তখন থেকেই লালরাম নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, মরদেহটি লালরাম বমের।
একসময় লালরাম বম জনসংহতি সমিতি রুমা উপজেলায় সক্রিয় কর্মী ছিলেন। তথ্য আদান-প্রদান করার সন্দেহে তাকে কেএনএফের (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছিল।

তবে লালরামের স্বজনদের দাবি, তিন চার বছর আগে থেকেই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) রাজনীতিতে নিষ্ক্রিয় অবস্থায় থেকে ব্যবসায় করতেন লালরাম। ব্যক্তিগতভাবে তার জেএসএসের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না।
লালরাম বমের ছোট ভাই লালকিম বম বলেন, সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে বগালেক পাড়া নিয়ে আসে। পরে আমার ভাবি (লালরামের স্ত্রী) বড় ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশ বিকেলে রুমা থানায় আনা হয়েছে। তবে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিখোঁজ লালরামের পরিবার থানায় আসছে। বিস্তারিত পরে জানা যাবে।

আরো পড়ুন :
