আটক ৫ জঙ্গি থানচিতে ৮ র্যাব সদস্য আহত,বান্দরবানের থানচি উপজেরায় জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে র্যাবের আট সদস্য আহত হয়েছেন। এ সময় পাঁচ জঙ্গিকে আটক করেছে র্যাব। তবে আটক ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

আটক ৫ জঙ্গি থানচিতে ৮ র্যাব সদস্য আহত
মঙ্গলবার বিকেলে থানচি তমাতুঙ্গীতে এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন এসব তথ্য জানান।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে থানচির রেমাক্রী-ব্রিজ এলাকায় অবস্থান নিলে জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলি শুরু হয়। এখনো থেমে থেমে গেলাগুলি চলছে। বিরতি দিলেই অক্ষত অবস্থায় জঙ্গিদের আটকের চেষ্টা চলছে। এ জন্য কৌশলে সময় ক্ষেপণ করা হচ্ছে।

মহাপরিচালক আরও বলেন, অক্টোবর থেকে এখন পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে ৩৮ জঙ্গি ও ১৪ কেএনএফ সদস্যকে আটকের পর আইনের আওতায় আনা হয়েছে। পাহাড়ে জঙ্গি ও সন্ত্রাসী নির্মূল অভিযানে র্যাব ৮০ শতাংশ সফল হয়েছে। শিগগির শতভাগ সফল হবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- র্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল মশিউর রহমান এবং র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো পড়ুন :
