কলাগাছের সুতা দিয়ে ‘কলাবতী’ শাড়ি খবর দিয়ে শুরু করছি ব্যাংকিং গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
কলাগাছের সুতা দিয়ে ‘কলাবতী’ শাড়ি | সারা সপ্তাহের খবর
বান্দরবানে গোলাগুলিতে নিহতদের ৮ জনই বম জনগোষ্ঠীর
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুই সংগঠনের গোলাগুলিতে নিহত আটজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা সবাই বম জনগোষ্ঠীর। তাঁদের মধ্যে ছয়জন রুমা উপজেলার জুরভারংপাড়া, একজন রৌনিনপাড়ার ও একজন রোয়াংছড়ি উপজেলার পাইংখিয়াংপাড়ার বাসিন্দা।
রোয়াংছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে আটজন নিহত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাংপাড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে শুক্রবার দুপুরে রোয়াংছড়ি থানায় নিয়ে আসে পুলিশ।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান।
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিস্ফোরণে উড়ে গেল যুবকের পায়ের গোড়ালি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে সুরুত আলম (৪০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মিয়ানমার সীমান্তঘেঁষা চেরারমাঠ নিকোছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
কলাগাছের সুতা দিয়ে ‘কলাবতী’ শাড়ি

মৌলভীবাজারে ১৯৯২ সাল থেকে মণিপুরি শাড়ি বানাচ্ছেন কারিগর রাধাবতী দেবী। এ পর্যন্ত তিনি কত শাড়ি বানিয়েছেন, তার হিসাব নেই। তবে এবার তিনি বুনেছেন কলাগাছের সুতার শাড়ি।
বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) ইয়াছমিন পারভীন তিবরীজি কলাগাছের তন্তু থেকে শাড়ি বানিয়ে দেওয়ার কথা বলেছিলেন রাধাবতী দেবীকে।
বান্দরবানে গুলিবিদ্ধ ৮ মরদেহ হস্তান্তর
বান্দরবানের রোয়াংছড়িতে দুইপক্ষের গোলাগুলিতে নিহত আটজনের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ শনিবার (৮ এপ্রিল) দুপুরে বান্দরবান সদর হাসপাতাল থেকে বম সোস্যাল কাউন্সিলের (বিএসসি) সভাপতি লালজার লম বম মরদেহগুলো গ্রহণ করেন।

‘সড়ক নির্মাণের’ অজুহাতে শুধু কাটা হচ্ছে পাহাড়
বান্দরবানে সড়ক নির্মাণের অজুহাতে অবাধে কাটা হচ্ছে পাহাড়। পাহাড় কাটার মাটি অন্যত্র বিক্রি করা হচ্ছে। এতে হুমকিতে পড়েছে পরিবেশ। সোমবার (২৭ মার্চ) বান্দরবান বৌদ্ধ অনাথালয়ে এমন চিত্র দেখা গেছে।
৩ উপজেলায় যানবাহন চলাচল বন্ধ
বান্দরবানের রোয়াংছড়িতে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহতদের মরদেহ বম অ্যাসোসিয়েশনের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে লাশ গ্রহণ করতে আসেনি স্বজনরা। শনিবার বিকেলে ময়নাতদন্তের পর ৮টি মরদেহ বম অ্যাসোসিয়েশনের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
রোয়াংছড়িতে নিরাপত্তা জোরদার
বান্দরবানের রোয়াংছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে আটজন নিহত হওয়ার ঘটনায় জনশূন্য হয়ে পড়া গ্রামগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়টি এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন বান্দরবান জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
আরও দেখুনঃ
3 thoughts on “কলাগাছের সুতা দিয়ে ‘কলাবতী’ শাড়ি | সারা সপ্তাহের খবর”