সন্দেহভাজন কেএনএফ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উবান্দরবানের রুমা-উপজেলা থেকে সন্দেহভাজন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সন্দেহভাজন কেএনএফ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার বান্দরবানে
রোববার সকালে উপজেলার পাইন্দু ইউনিয়নের মুননোয়াম পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
গোপন সংবাদে রোয়াংছড়ি-রুমা ও থানচি উপজেলায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে যৌথ বাহিনী। ২০ অক্টোবর ওই সব এলাকা থেকে সাত জঙ্গি সদস্য ও তিনজন কেএনএফ সদস্য এবং ১১ জানুয়ারি আরও পাঁচ জঙ্গি সদস্যকে আটক করা হয়।
শনিবার রুমার মুয়ালপি পাড়া এলাকায় অবস্থান নেন কেএনএফ সদস্যরা। এ সময় পাড়ায় বসবাসরত ৫২ পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেন তারা। প্রাণের ভয়ে পাড়া ছেড়ে ৪০ পারিবার আশ্রয় নেয় রুমা মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে। বাকিরা বিভিন্ন পাড়ায় অবস্থান নেয়। এ দিন দুর্গম পাহাড়ে গোলাগুলির শব্দ শোনা যায়।

রোববার সকালে একই ইউনিয়নের মুননোয়াম পাড়ায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের পরিচয় পাওয়া না গেলেও সেখান থেকে একটি বন্দুক ও বেশকিছু কারতুজ উদ্ধার করা হয়েছে। সদস্যরা ফিরলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন:
