পাহাড়ে মিললো জঙ্গি সদস্যের কবর বান্দরবানে,বান্দরবানের রুমায় কবর দেওয়া জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার এক জঙ্গি সদস্যের মরদেহের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন মরদেহটি উদ্ধারে কার্যক্রম চালাচ্ছে।

পাহাড়ে মিললো জঙ্গি সদস্যের কবর বান্দরবানে
শনিবার সন্ধ্যায় রুমা উপজেলা কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে নিহত ওই জঙ্গি সদস্যের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কথিত জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার পাঁচ সদস্যকে রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে পুলিশের আবেদনে রিমান্ডে পাঠান আদালত।
পুলিশের জিজ্ঞাসাবাদে জঙ্গি সদস্যরা জানান, নিজেদের মধ্যে কলহের জেরে তাদের মধ্যে একজনকে হত্যা করে কবর দেওয়া হয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ও র্যাবের একটি দল দুই জঙ্গিকে সঙ্গে নিয়ে রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুর্গম লুয়ংমুয়াল পাড়া এলাকার পাহাড়ে নিহত জঙ্গির কবর শনাক্ত করে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বলেন, আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত জঙ্গির মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত ছিল। কিন্তু প্রতিকূল আবহওয়ার কারণে যাত্রা বাতিল করায় রোববার (১৫ জানুয়ারি) মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুন :
