নদীতে মিললো মরদেহ মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ,বান্দরবানের লামা উপজেলায় মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজের একদিন পর মো. ওয়াজেদ (১২) নামে এক ছাত্রের মরদেহ পাওয়া গেছে।

নদীতে মিললো মরদেহ মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ
রোববার দুপুরে আলীকদম শিবাতলী পাড়া এলাকায় মাতামুহুরী নদীতে তার মরদেহ পাওয়া যায়। শিশু ওয়াজেদ লামা বাজারের পান ব্যবসায়ী বমু বিলছড়ি ইউপির মাটিয়াতলি এলাকার আবুল হোসেনের ছেলে।
ওয়াজেদ রাজবাড়ি দারুল কাউসার মাদরাসার ছাত্র। সাপ্তাহিক ছুটি শেষে শনিবার মাদরাসায় না গিয়ে অন্যত্র চলে যায় সে। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
রোববার দুপুরে আলীকদম শিবতলী পাড়া এলাকার মাতামুহুরী নদীতে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওয়াজেদের চাচাতো ভাই লিটন জানান, ওয়াজেদের বাবা ছেলেকে মাদরাসায় পাঠাতে শনিবার সকালে লামা বাজার পর্যন্ত আসেন। তারপর ওয়াজেদ মাদরাসার দিকে যায়। সন্ধ্যায় ছেলে মাদরাসায় না যাওয়ার খবর পেয়ে খোঁজাখুঁজি চলতে থাকে। পরে জানা যায় ওয়াজেদ আলীকদম শিবাতলী এলাকায় অপরিচিত এক বাসায় রাত যাপন করে এবং সকালে নদীতে গোসলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান বলেন, খবর পাওয়ামাত্র হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন :

১ thought on “নদীতে মিললো মরদেহ মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ”