গুলিতে নিহত ৩ জনের পরিচয় মিলেছে বান্দরবানে

গুলিতে নিহত ৩ জনের পরিচয় মিলেছে বান্দরবানে,বান্দরবানের রোয়াংছড়ির পাইক্ষ্যং পাড়ায় গুলিতে- নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। সোমবার বিকেলে স্থানীয়রা মরদেহ শনাক্ত করেন বলে জানিয়েছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

 

গুলিতে নিহত ৩ জনের পরিচয় মিলেছে বান্দরবানে

 

গুলিতে নিহত ৩ জনের পরিচয় মিলেছে বান্দরবানে

নিহতরা হলেন- রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়া এলাকার লিয়ান থন বমের ছেলে লাল লিয়ান বম (৩২), নন দাও বমের ছেলে সিমলিয়ান থাং বম (৩০) ও দৌখার বমের ছেলে নেমথাং বম (৪৩)।

পুলিশ জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যং পাড়ার কাছাকাছি এলাকা থেকে গুলিতে-নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

দুপুরে উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সকালে ওই এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
গুলিতে নিহত ৩ জনের পরিচয় মিলেছে বান্দরবানে
আরও পড়ুন:

১ thought on “গুলিতে নিহত ৩ জনের পরিচয় মিলেছে বান্দরবানে”

Leave a Comment