আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবানে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিল

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবানে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিল,বান্দরবানের- লেমুঝিড়িতে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা-বাহিনীর সদস্যরা।

 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবানে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিল

 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবানে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিল

মঙ্গলবার  সকাল থেকে দুপুর পর্যন্ত তারা সদর উপজেলার লেমুঝিড়ি এলাকায় এক কৃষকের ৪০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন।

এসময় বান্দরবান সদর উপজেলা আনসার ভিডিপি কমকর্তা লাখী বড়ুয়া, উপজেলা সহকারী আনসার কোম্পানি কমান্ডার রিদোয়ান হোসেন, দলনেতা আনোয়ার হোসেন ও ভিডিপি সদস্য নুর হোসেন, সাচিং প্রু সদস্যসহ ১০ জন আনসার ভিডিপি সদস্য ধান কাটায় অংশগ্রহণ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নে দলনেতা জানান , জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। কষ্টের বিষয়টি তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা-বাহিনীর কার্যালয়ে এসে জানান।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ধান পাকার শুরুতে বান্দরবানে দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের সঙ্কট। দৈনিক ৮০০ টাকা মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। আনসার অফিসে বিষয়টি আলোচনা করায় সকলের উদ্যোগে মানবিক সহায়তার আওতায় ধানগুলো আনসার সদস্যদের মাধ্যমে কাটতে পারায় এতে খুশি ঐ কৃষক। পর্যায়ক্র‌মে শ্রমিক সঙ্কটে থাকা অন্যান্য কৃষ‌কের ধানও কেটে বাড়ি পৌঁছে দিতে প্রস্তুত আছেন বলেন জানান আনসার সদস্যরা।

ঐ কৃষক বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। আনসার সদস্যরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবানে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিল

 

আরও পড়ুন:

1 thought on “আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবানে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিল”

Leave a Comment