আলীকদমে ৮০টি বার্মিজ গরু আটক

বান্দরবানের আলীকদম উপজেলায় অভিযান চালিয়ে ৮০টি বার্মিজ গরু আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের শিরঝিরি এলাকা থেকে এসব গরু আটক করা হয়।

 

 ৮০ বার্মিজ গরু আটক আলীকদমে

 

৮০ বার্মিজ গরু আটক আলীকদমে

পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলামের নেতৃত্বে বিজিবি ও পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ব্যাটালিয়ন সদর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণে নয়াপাড়া ইউনিয়নের কয়ারঝিরির পাশে শিরঝিরি নামক স্থান থেকে গরুগুলো আটক করা হয়।

গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বর্তমানে গরুগুলো ব্যাটালিয়ন সদরে সংরক্ষিত রয়েছে এবং এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম।

 ৮০ বার্মিজ গরু আটক আলীকদমে

সম্পূরক প্রেক্ষাপট:
পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে প্রায়ই অবৈধ পথে গরু, কাঠ ও অন্যান্য পণ্য প্রবেশের চেষ্টা করা হয়ে থাকে। এই ধরনের অভিযান সীমান্ত নিরাপত্তা ও অবৈধ পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশাসনের নিয়মিত নজরদারি ও সমন্বিত পদক্ষেপেই এসব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিহত করা সম্ভব হচ্ছে। আলীকদমসহ পার্বত্য চট্টগ্রামের অন্যান্য উপজেলাগুলোর সীমান্তে নিরাপত্তা জোরদার করায় এমন সাফল্য বাড়ছে।

আরো পড়ুন :

Leave a Comment