ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার বান্দরবানের রোয়াংছড়ি

ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার বান্দরবানের রোয়াংছড়ি,বান্দরবানের-রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণে-নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। তবে রুমা-উপজেলা ভ্রমণে রয়েছে নিষেধাজ্ঞা। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

 ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার বান্দরবানের রোয়াংছড়ি

 

ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার বান্দরবানের-রোয়াংছড়ি

পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা বাতিল করা হলো। এছাড়া বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার মধ্যে রুমা -পজেলা ছাড়া অন্যান্য উপজেলায় পূর্বের মতো পর্যটকরা ভ্রমণ করতে জনস্বার্থে গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এর আগে বান্দরবানের-রোয়াংছড়ি রুমা-উপজেলার দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের ১৮ অক্টোবর রোয়াংছড়ি রুমা-উপজেলা ভ্রমণে- নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। পরে কয়েক দফায় বাড়িয়ে থানচি ও আলীকদমে দেওয়া হয়েছিল

এ নিষেধাজ্ঞা। এছাড়া আলীকদম থানচি ভ্রমণে-নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ১১ ডিসেম্বর রুমা রোয়াংছড়ি ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণে-নিষেধাজ্ঞা আরোপ করছিল প্রশাসন। রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

 

 ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার বান্দরবানের রোয়াংছড়ি

 

আরও পড়ুন:

Leave a Comment