সাবেক পাড়াপ্রধানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার বান্দরবানে,বান্দরবানের রোয়াংছড়িতে থংচুল বম (৭০) নামের এক সাবেক পাড়াপ্রধানের মরদেহ-উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।

সাবেক পাড়াপ্রধানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার বান্দরবানে
বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামথার পাড়া-এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
থংচুল বম (৭০) ওই পাড়ার মৃত নিয়াং থাং বমের ছেলে ও রামথার পাড়া-এলাকার সাবেক পাড়াপ্রধান ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে রামথা পাড়া এলাকার জঙ্গলে থংচুল বমের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে বন্দুকসহ থংচুল বমের মরদেহ-উদ্ধার করে পুলিশ।
রোয়াংছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনটি দেশীয় বন্দুকসহ থংচুল বমের মরদেহ-উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন :

2 thoughts on “সাবেক পাড়াপ্রধানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার বান্দরবানে”