মিনিট্রাক খাদে পড়ে নিহত ৫ বান্দরবানে,বান্দরবানের রুমায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। নিহতরা সবাই নারী বলে জানা গেছে।

মিনিট্রাক খাদে পড়ে নিহত ৫ বান্দরবানে
সোমবার দুপুর দেড়টায় উপজেলার রুমা-কেউকারাডং সড়কের বগালেক ড়ালু এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে সবাই রুমা রেমাক্রি প্রাংসা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।
, ভিজিডির (চাল) সহায়তা নিতে রুমা বাজারে আসার পথে পেছন থেকে অন্য একটি টিক্স (মিনিট্রাক) ব্রেক ফেইল হয়ে সামনের টিক্সটিকে ধাক্কা দিলে পাহাড়ের খাদে পড়ে ঘটনাস্থলেই চার নারী নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন।



২ thoughts on “মিনিট্রাক খাদে পড়ে নিহত ৫ বান্দরবানে”