যুবকের লাশ পুকুর পাড়ে পড়ে ছিল

যুবকের লাশ পুকুর পাড়ে পড়ে ছিল,বান্দরবান থেকে উচাইসিং মারমা (৩৫) নামে এক প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শনিবার দুপুর ১২টার দি‌কে বান্দরবান-সদরের রাজার মা‌ঠের রাজার পুকুরপাড় থেকে তার লাশ‌ উদ্ধার করা হয়।

 

যুবকের লাশ পুকুর পাড়ে পড়ে ছিল

 

যুবকের লাশ পুকুর পাড়ে পড়ে ছিল

উচাইসিং মারমা থানচি বলিপাড়ার কালামং মারমার ছেলে।

পু‌লিশ জানায়, সা‌ড়ে ১১টার দিকে পুকুরপাড়ে উপুড় হয়ে লাশ‌টি প‌ড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। প‌রে ঘটনাস্থলে গি‌য়ে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মাথার পেছনে ছোট আঘাতের চিহ্ন থাকায় এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

বান্দরবান সরকারি বালিকা-উচ্চ বিদ্যালয়ের পেছনে রাজার পুকুর পাড়টি সন্ধ‌্যায় নির্জন হ‌য়ে যায়। আর দীর্ঘদিন ধ‌রে সন্ধ্যার পরে নেশাগ্রস্তদের আড্ডার স্থান হয়ে প‌ড়ে‌ছে এটি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 ৬-৭ বছর আগে ব‌লিপাড়ার নিজ বা‌ড়ির পা‌শে বিদ‌্যু‌তের শক লে‌গে দু‌টি হাত কাটা প‌ড়ে উচাইসিংয়ের। সেই থে‌কে তিনি প্রতিব‌ন্ধী হ‌য়ে প‌ড়েন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হয়েছে।
যুবকের লাশ পুকুর পাড়ে পড়ে ছিল

Leave a Comment