৩ দিনের সাংগ্রাই উৎসব শুরু বান্দরবানে

৩ দিনের সাংগ্রাই উৎসব শুরু বান্দরবানে ,বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে মারমা-সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব সাংগ্রাই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শোভাযাত্রার মাধ্যমে তিন দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়েছে।

 

৩ দিনের সাংগ্রাই উৎসব শুরু বান্দরবানে

 

৩ দিনের সাংগ্রাই উৎসব শুরু বান্দরবানে

বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, পার্বত্য জেলা পরিষদ, সংস্কৃতি মন্ত্রণালয় ও বান্দরবান উৎসব উদযাপন পরিষদের যৌথ আয়োজনে শোভাযাত্রার আয়োজন করা হয়।প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ সময় এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে সব ধর্মের সকল বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

পাহাড়ি তরুণ-তরুণীরা জানান, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছর বরণে মারমা ভাষায় মাহাঃ সাংগ্রাই পোয়ে, চাকমা ভাষায় বিজু, তঞ্চঙ্গ্যা ভাষায় বিষু, ত্রিপুরা ভাষায় বৈসু, ম্রো ভাষায় চাংক্রান পোয়ে বলা হয়। এ উৎসবে সবচেয়ে জনপ্রিয় মৈত্রি পানি বর্ষণ অনুষ্ঠান। এর পাশাপাশি নাচে-গানে পরস্পরকে ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন পাহাড়ি তরুণ-তরুণীরা।

 

৩ দিনের সাংগ্রাই উৎসব শুরু বান্দরবানে

 

আরও পড়ুন:

Leave a Comment