বান্দরবানে আদেশের শর্ত ভঙ্গের দায়ে ৩২ জঙ্গির জামিন বাতিল

গত বছর বিভিন্ন সময়ে বান্দরবানের চার থানা পুলিশের করা মামলার শুনানি শেষে ৩২ জঙ্গির জামিন বাতিল করেছেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত। জামিনের শর্ত লঙ্ঘন করায় জামিননামা গ্রহণ না করে জামিন বাতিলের আদেশ দেন জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিনের আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ইকবাল করিম।

 

বান্দরবানে আদেশের শর্ত ভঙ্গের দায়ে ৩২ জঙ্গির জামিন বাতিল

 

আদালত সুত্র জানায়, জামিন পাওয়া ৩২ আসামির মধ্যে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার মূল নেতা মো. শামীন মাহফুজ রয়েছেন। পুলিশের করা মামলার এজাহারে তার ঠিকানায় উল্লেখ রয়েছে, গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া এলাকার মো. আজিজ উদ্দিনের ছেলে তিনি।

 

 

গত বছরের ৭ ফেব্রুয়ারি জেলার থানচি উপজেলার তংমাতুঙ্গিতে সাংবাদিকদের দেয়া এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাবের তৎকালীন মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছিলেন, রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের সিলোপিপাড়া এলাকায় শারক্কীয়া ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বা বম পার্টির সঙ্গে র‍্যাবের গোলাগুলির ঘটনায় শারক্কীয়ার আট সদস্য আহত হয়েছেন।

২০২২ সালের ২৩ অক্টোবর থেকে জঙ্গি ও তাদের প্রশ্রয়দাতা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‍্যাব। এ পর্যন্ত জঙ্গি সংগঠনের ৪২ সদস্য ও কেএনএফের ১৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত অভিযান প্রায় ৮০ শতাংশ সফল। গোয়েন্দা তৎপরতাসহ নানা তৎপরতা অব্যাহত থাকায় বর্তমানে জঙ্গি ও সন্ত্রাসীরা অনেকটা কোণঠাঁসা হয়ে পড়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

আদালত সূত্র জানায়, গত বছরের রুমা থানা পুলিশের করা মামলায় ঘটনা উল্লেখ করা হয় ২০২২ সালের আগস্ট মাসের ২৩ তারিখ। এরপর মামলা করা হয় পরের বছর ২০২৩ সালের জানুয়ারি মাসের ২২ তারিখ। এ মামলায় এজাহার নামীয় আসামি ২০ জন। ওই (জানুয়ারি) মাসের ২৪ তারিখ এজাহারে ৬ জনকে আসামি  করে একটি মামলা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ মামলার ঘটনা উল্লেখ রয়েছে আগের দিন ২৩ তারিখ। এরপর ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ ৩১ জনকে আসামি করে মামলা করে থানচি থানা পুলিশ। মামলাটিতেও ঘটনা উল্লেখ রয়েছে আগের দিন ৭ তারিখ। পরের মাস মার্চের ১৩ তারিখ ঘটনা উল্লেখ করে ৩১ জনকে এজাহারে আসামি করে মামলা করে বান্দরবান সদর থানা পুলিশ।

সূত্র আরো জানায়, আসামিপক্ষের আইনজীবীদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চারটি মামলার শুনানির জন্য গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ধার্য করেন আদালত। ওই দিন শুনানি শেষে ৩২ আসামিকে জামিনের আদেশ দেন আদালত। পরে বান্দরবান সদর থানা কোয়ার্টার এলাকার মো. খলিলের ছেলে ইমাম হোসেন নামের এক ব্যক্তিকে জামিনের আদেশ হওয়া ৩২ আসামির জামিনদার দেখিয়ে জামিননামা দাখিল করা হয় আদালতে। এতে পরিলক্ষিত হয়, আসামিরা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও তাদের এলাকার কোনো জামিনদার নেই।

জামিনদার একই ব্যক্তি এবং তার বাড়ি বান্দরবান। অথচ কোনো আসামির বাড়ি বান্দরবানে নয়। জামিনের শর্ত অনুযায়ী আসামিদের স্ব-স্ব এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জামিনদার হিসেবে প্রদান করেনি। জামিনের শর্ত লঙ্ঘিত হওয়ায় জামিননামা গ্রহণ না করে আসামিদেরকে দেয়া জামিন বাতিল করেন আদালত।

 

 

তবে জামিন বাতিল আদেশের বিষয় জানা নেই বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মো. আলমগীর চৌধুরী জামিন বাতিলের বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী মো. ইকবাল করিম বণিক বার্তাকে বলেন, জামিনের শর্ত লঙ্ঘন করায় জামিননামা গ্রহণ না করে আসামিদের দেয়া জামিন বাতিল করেছেন আদালত।

 

আরও দেখুনঃ

Leave a Comment