আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ

বান্দরবানে বিক্ষোভ সমাবেশ – বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে ইসকন সমর্থকদের হামলায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান জেলার বিভিন্ন মসজিদের মুসল্লিরা।

 

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ

 

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে মিছিলটি বান্দরবান শহরের প্রধান সড়ক হয়ে ৩নং এলাকা, ডিসির বাংলো হয়ে মুক্ত মঞ্চ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন,বান্দরবান কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী,বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতাব এহসানুল হক আল মঈন, বনরুপা জামে মসজিদের খতিব আবদুল আউয়াল, জজ কোর্ট মসজিদের খতিব হাফেজ মজিবুল হক। এ্যাডভোকেট সোলাইমানসহ বিভিন্ন মসজিদের খতিবসহ আরও মুসল্লিরা সমাবেশে উপস্থিত ছিলেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে । এবং ইসকন সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে বলে বক্তারা হুসিয়ারী জানান।

 

আরও দেখুনঃ

Leave a Comment