বান্দরবানে খুমি পাড়ায় চাথাচানা পই উৎসব

চাথাচানা পই উৎসব – সমতলে যেটা নবান্ন উৎসব পাহাড়ের খুমি নৃগোষ্ঠীর কাছে সেটাই চাথাচানা পই। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে খুমি পাড়াগুলোতে হলো এই উৎসব।

 

বান্দরবানে খুমি পাড়ায় চাথাচানা পই উৎসব

 

বান্দরবানের সাংকিং খুমি পাড়ায় আজ এই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন লোকজ খেলা যেমন: আথোস্কেহ্না, আথোআথিংহ্না (শক্তি পরীক্ষা), পিঠা তৈরি, জুম চাষের উৎপাদিত ফসল প্রদর্শনী, জুম চাষের সরঞ্জাম প্রদর্শনী, এবং খুমিদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিঅং খুমি জানান, ‘পাহাড়ের জুমে উৎপাদিত প্রায় ৩৫ প্রকারের নতুন ফসল বাড়িতে উঠার পরই খুমি সম্প্রদায়ের লোকেরা এই উৎসব করেন। বিভিন্ন দুর্গম এলাকা থেকে খুমি সম্প্রদায়ের লোকজন এই অনুষ্ঠান উপলক্ষে আজ সাংকিং পাড়ায় একত্রিত হয়েছিলেন।’

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment