লজ্জাবতী বানর উদ্ধার পাহাড় থেকে মুমূর্ষু অবস্থায়,বান্দরবানের পাহাড় থেকে মুমূর্ষু অবস্থায় বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বনবিভাগের কাছে বানরটি হস্তান্তর করেন সদর-উপজেলার সদর ইউনিয়নের উজি ভিতর পাড়ার ছেলেরা।

লজ্জাবতী বানর উদ্ধার পাহাড় থেকে মুমূর্ষু অবস্থায়
পাড়ার বাসিন্দা জানান, দুদিন আগে পাড়ার ছেলেরা পাহাড়ে গেলে মুমূর্ষু অবস্থায় লজ্জাবতী বানরটি দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে পাড়ায় নিয়ে আসেন। পরে বান্দরবান বনবিভাগের কাছে বানরটি হস্তান্তর করেন।
এ সময় বান্দরবান বনবিভাগের পাল্পউড ডিভিশনের সদর রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ কুমার বড়ুয়া ও অসীম বাড়ৈ উপস্থিত ছিলেন।



১ thought on “লজ্জাবতী বানর উদ্ধার পাহাড় থেকে মুমূর্ষু অবস্থায়”