আমাদের আজকের আলোচনার বিষয় বান্দরবান জেলার উপজেলা, বান্দরবান-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।
বান্দরবান জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২১°১১´ থেকে ২২°২২´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০৪´ থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে বান্দর-বান-জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৩২৫ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ৭৫ কিলোমিটার। এ জেলার পশ্চিমে কক্সবাজার-জেলা ও চট্টগ্রাম জেলা, উত্তরে রাঙ্গামাটি জেলা, পূর্বে রাঙ্গামাটি জেলা ও মিয়ানমারের চিন রাজ্য এবং দক্ষিণে ও পশ্চিমে মিয়ানমারের রাখাইন রাজ্য অবস্থিত।

বান্দরবান জেলার উপজেলা
বান্দরবান জেলা ৭টি উপজেলা, ৭টি থানা, ২টি পৌরসভা, ৩৩টি ইউনিয়ন, ৯৬টি মৌজা, ১৪৮২টি গ্রাম ও ১টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

| ক্রমিক নং | উপজেলা |
| ০১ | বান্দরবান সদর |
| ০২ | লামা |
| ০৩ | আলীকদম |
| ০৪ | নাইক্ষ্যংছড়ি |
| ০৫ | রোয়াংছড়ি |
| ০৬ | রুমা |
| ০৭ | থানচি |

আরও পড়ুনঃ

১ thought on “বান্দরবান জেলার উপজেলা”